ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মুম্বাই-কলকাতার ম্যাচ সরে কটাকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, মে ৯, ২০১৪
মুম্বাই-কলকাতার ম্যাচ সরে কটাকে

মুম্বাই: কলকাতা নাইট রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার আইপিএলের ৪০তম ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে কটাকে। ১৪ মে’র ম্যাচটি ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল।



ওইদিন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কলকাতা পুলিশ বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছে তারা ইডেনে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। এই কারণেই ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে কটাকের বারাবাতি স্টেডিয়ামে।

অবশ্য এই ভেন্যুতে বাকি তিন ম্যাচের জন্য নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ। ম্যাচগুলো হবে ২০, ২২ ও ২৪ মে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ৯ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।