ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

এখনও পোলার্ডে ক্ষিপ্ত স্টার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, মে ১৭, ২০১৪
এখনও পোলার্ডে ক্ষিপ্ত স্টার্ক

নয়াদিল্লি: ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স অলরাউন্ডার কাইরন পোলার্ডের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মিচেল স্টার্কের তর্কাতর্কির ব্যাপারটি খানিকটা পুরানো হয়ে গেছে। কিন্তু তাদের মধ্যে ক্ষোভ এখনও কমেনি।

ওয়েস্ট ইন্ডিজের তারকার উপর এখনও ক্ষিপ্ত স্টার্ক। তাকে নিয়ে কোনো কথাই বলতে চান না অসি তারকা।

টাইমস অব ইন্ডিয়া’কে এক সাক্ষাত্কারে স্টার্ক জানালেন ওই ঘটনার পর পোলার্ডের সঙ্গে কথাই বলেননি আর। তিনি বলেন,‘কাইরন এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। আমার মনে হয় না তার ব্যাপারে কথা বলার কোনো মানে হয়। পোলার্ড নিয়ে কথা বলার সময় আমার নেই। তার সঙ্গে আমি কথাও বলিনি আর। ’

স্টার্ক আরও বলেন,‘এই ধরনের ঘটনায় সাধারণত হলুদ কার্ড বা লাল কার্ড দিয়ে সতর্ক করা হয়ে থাকে। কিন্তু আমি এসব ঝামেলা থেকে সবসময় দূরে থাকি। আমি এই প্রকৃতির নই। উত্তেজনাবশত এমনটা হয়ে গেছে। ’

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ১৭ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।