ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পরিপক্ক দলে নিয়ে ভারত যাচ্ছে অনূর্ধ্ব-১৭ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মে ২৪, ২০১৪
পরিপক্ক দলে নিয়ে ভারত যাচ্ছে অনূর্ধ্ব-১৭ দল ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

ঢাকা: রোববার থেকে বিকেএসপি তিন নম্বর মাঠে মধ্য প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলবে। আর বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল রোববার ভারতের উদ্দেশে উড়াল দিবে।

ভারতের স্থানীয় দুইটি দল মধ্য প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন ও কোলা কোলা ইন্ডিয়া একাদশের সঙ্গে ৪টি ৩ দিনের ম্যাচ ও ৩টি একদিনের ম্যাচ খেলবে। এ উপলক্ষে মিরপুর সাহারা-বিসিবি এ্যাকাডেমির সামনে ফটোসেশনে অংশ নিয়েছে যুবারা।

অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক মোহাম্মদ সাইফ হাসান বলেছেন,‘আমাদের দলটি এখন অনেক নিয়ন্ত্রিত। চেষ্টা থাকবে ভালো কিছু করার। আমরা চেষ্টা করবো ম্যাচ বাই ম্যাচ জিতার জন্যে। আমাদের দলে অনেক নতুন ক্রিকেটার আছে। দলে ব্যাটিং-বোলেং দু’টি বিভাগের খেলোয়াড়রা খুবই ভালো। কয়েকজন স্পিনার আছে যারা ভালো করছে। দল অনেক পরিপক্কতা আছে। আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। ’

অনূর্ধ্ব-১৭ দল: মোহাম্মদ সাইফ হোসেন (অধিনায়ক), সাইফুল হায়াত (সহ-অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাকিব, রায়হান রাফসান রহমান, মো. রাকিব, জাকির আলি, মোহাম্মদ আবুল হালিম, শাহহিবুল মতিন, সিদ্দিকুর রহমান, মো. কামিল আহমেদ, মো. হাবিব উল্লাহ হাবিব, রাব্বি হাসান, নাঈম হাসান, পিনাক ঘোষ।

স্ট্যান্ড বাই : আসান উল্লাহ হিমেল, মোহাম্মদ আশিকুল ইসলাম, আরাফাত ইয়াসিন, ফারদিন হাসান।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ২৪ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।