ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চাপের মুখে ‘এ’ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ২৮, ২০১৪
চাপের মুখে ‘এ’ দল ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজে হাই পারফরমেন্স সেন্টারের বিপক্ষে দ্বিতীয় দিন চাপের মুখে আছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিপক্ষকে প্রথম দিন ২৯২ রানে গুটিয়ে দিয়ে মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিন ১৪০ রানে গুটিয়ে যায় নাসির হোসেনের দল।

দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ক্রেইগ ব্রাদওয়েটের হার না মানা ৯৬ রানের উপর ভর করে ৩২২ রানে এগিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।

দ্বিতীয় দিন শেষে
পারফরমেন্স সেন্টার: প্রথম ইনিংস- ২৯২/১০, দ্বিতীয় ইনিংস ১৭০/২
বাংলাদেশ ‘এ’ দল: প্রথম ইনিংস ১৪০/১০

টস জিতে হাই পারফরমেন্সকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংস জারমাইন ব্ল্যাকউডের ১৪০ রানে সুবাদে ২৯২ রানে স্কোর গড়ে হাই পারফরমেন্স। মাঝারি আকারের স্কোরকে তাড়া করতে গিয়ে ১৪০ রানে মুখ থুবড়ে পড়ে এ দল।

স্বাগতিক বোলার কার্লোস ব্রাদওয়েট, মিগুয়েল কুমিন্স ও শেল্ডন কোত্রেলের কাছে বিধ্বস্ত সফরকারীরা।  

ওপেনার ইমরুল কায়েসের ৩২ রান ও মুক্তার আলীর ৩১ ছিল এ দলের উল্লেখযোগ্য ব্যক্তিগত ইনিংস। শামসুর রহমানের (২৮) সঙ্গে ইমরুলের ৬৬ রানের উদ্বোধনী জুটিই সফরকারীদের পক্ষে সেরা।

সবচেয়ে বেশি চারটি উইকেট নেন কার্লোস ব্রাদওয়েট। তিনটি মিগুয়েল কুমিন্স ও দুটি পান কোত্রেল।

১৫২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে অধিনায়ক ব্রাদওয়েটের অপরাজিত ইনিংসে বেশ এগিয়ে গেছে স্বাগতিকরা।   তার সঙ্গে ৪০ রানে অপর প্রান্তে খেলছিলেন লিওন জনসন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ২৮ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।