ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ব্যালেন্সের শতকে এগুচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, জুলাই ২৮, ২০১৪
ব্যালেন্সের শতকে এগুচ্ছে ইংল্যান্ড গ্যারি ব্যালেন্স

ঢাকা: ইংলিশ ব্যাটসম্যান গ্যারি ব্যালেন্সের শতকের উপর ভর করেন এগুচ্ছে ইংল্যান্ড। তার সঙ্গে উইকেটে তাল মিলিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক এ্যালেস্টার কুক।



প্রথম দিন শেষ,
ইংল্যান্ড: ২৪৭/২

বিভিন্ন সমালোচনার পর এবার ব্যাটে কিছু রান পেলেন কুক। বেশ কয়েক দিন যাবত ব্যাটে কোন রান পাচ্ছিলেন না কুক। ভারতের সঙ্গে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টিতে মাত্র পাঁচ কম করায় শতক থেকে বঞ্চিত হন কুক। ৯৫ রানে রবিন্দ্র জাদেজার বলে ধোনির হাতে বল দিয়ে বিদায় নেন কুক।

দ্বিতীয় উইকেট পান জাদেজা। দলীয় ২১৩ রানে স্যাম রবসন (২৬) মোহাম্মদ স্যামির কাছে বল দিয়ে সাজ ঘরে ফিরেন।

ক্যারিয়ারের দ্বিতীয় শতক করা ব্যালেন্স ১০৪ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন। তার সঙ্গে অপরপ্রান্তে ১৬ রান নিয়ে রয়েছেন ইয়ান বেল।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।