ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

৪৪৫ রানের টার্গেটে ব্যাটিং করছে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, জুলাই ৩০, ২০১৪
৪৪৫ রানের টার্গেটে ব্যাটিং করছে ভারত

ঢাকা: সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডের দেওয়া ৪৪৫ রানের টার্গেটে ব্যাট করছে ভারত।

এরমধ্যে ১২ ওভার ২ বলে এক উইকেট হারিয়ে ২৯ রান করতে সক্ষম হয় ধোনি বাহিনী।



দ্বিতীয় ইনিংসে ১২ রান করে মুরালি বিজয় এবং পুজারাকে সাজঘরে ফিরতে হয়েছে।

এই ইনিংসেও ইংলিশদের বোলিং গতিতে ভারতীয়তের বেশ তোপের মুখে পড়তে হচ্ছে।

এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৫৬৯ রানের জবাবে ৩৩০ রানে অলআউট হয় ভারত।

ইংলিশদের বোলিং আর ব্যাটিং তোপে বেশ বিপাকেই পড়তে হয় ধোনি বাহিনীকে।

চতুর্থ দিনের শুরুতেই ২৩৯ রানের লিড নিয়ে মাঠে নামে ভারত। তবে ইংলিশ দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের নিখুত লাইন লেন্থের বোলিংয়ের কাছে টিকতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা।

ইংলিশ এই দুই বোলার তিনটি করে উইকেট নিয়েছেন। ১০৬ ওভার এক বলে ৩৩০ রানে অলআউট হয় ভারত।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।