ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

চতুর্থ টেস্টে জায়গা পাচ্ছেন ওঝা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৫, আগস্ট ১, ২০১৪
চতুর্থ টেস্টে জায়গা পাচ্ছেন ওঝা ছবি: সংগৃহীত

ঢাকা: ঋদ্ধিমান সাহা ইনজুরির কবলে পড়ায় সফরকারী ভারত ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যে চলমান টেস্ট সিরিজের চতুর্থ টেস্টে তার স্থলে জায়গা পাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নোমান ওঝা।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি সঞ্জয় প্যাটেল বিষয়টি নিশ্চিত করেছেন।



মধ্য প্রদেশের এ উইকেটরক্ষক ব্যাটসম্যান সম্প্রতি ভারত ‘এ’ ক্রিকেট দলের হয়ে অস্ট্রেলিয়া সফর করেন। সফরে টানা তিন ম্যাচে শতক (২১৯, ১০১ ও ১১০) হাঁকান ওঝা। গড়ে ৪৩০ রান।

দলে অন্তর্ভুক্তির বিষয়ে ওঝা তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি ভাষা প্রকাশ করতে পারছিনা। টেস্ট ম্যাচ খেলা যেকোনো ক্রিকেটারের জন্য গর্বের বিষয়।

দলে অন্তর্ভুক্তি হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করে ওঝা বলেন, দলের জন্য যতটুকু সম্ভব তা করার আপ্রাণ চেষ্টা থাকবে আমার।

২০১০ সালের ৫ জুন জিম্বাবুয়ে সফরে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ‍অভিষেক হয় ওঝার।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।