ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মুশফিকদের সঙ্গে হালসাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, আগস্ট ১৪, ২০১৪
মুশফিকদের সঙ্গে হালসাল

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা করেছে ১৩ আগস্ট রাতে। মুশফিকদের সঙ্গে যোগ দিয়েছেন ফিন্ডিং পরামর্শক রিচার্ড হালসাল।



আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া সিরিজে ক্রিকেটারদের সঙ্গে ফিল্ডিং বিষয়ে বিভিন্ন কাজ করবেন ৪৬ বছর বয়সী হালসাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কাজ করতে সম্মতি প্রকাশ করেছেন তিনি।

জাতীয় দলের সঙ্গে ক্যারিবীয় দ্বীপে গিয়েছেন তিনি। হালসাল ইংল্যান্ড ক্রিকেট দলের সহকারি কোচ হিসেবে ২০১১-২০১৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯৮-২০০৬ সাল পর্যন্ত সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ইংল্যান্ড দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন ২০০৮-২০১০ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।