ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিপিএল শিরোপা জিতলো বারবাডোজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪
সিপিএল শিরোপা জিতলো বারবাডোজ

ঢাকা: গায়ানা অ্যামাজন ওয়ারির্য়সকে বৃষ্টি আইনে আট রানে হারিয়ে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়ান্টি শিরোপা জিতলো বারবাডোজ ট্রিডেন্টস।

বারবাডোজের দেয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে চার উইকেট হারিয়ে ১০৭ রান করে দিনেশ রামদিনরা।

পরে বৃষ্টি এলে মাঠে আর খেলা গড়ায়নি। ফলে আম্পায়ারদের সিদ্ধান্তে বারবাডোজকে জয়ী ঘোষণা করা হয়।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৫২ রান করে কিরন পোলার্ডের বারবাডোজ। সর্বোচ্চ ৫৯ রান আসে ডোয়েন স্মিথের ব্যাট থেকে। ৫২ বলে তিনটি ছয় ও ছয়টি চারের সাহায্যে তিনি এই ইনিংটি খেলেন।

এছাড়া ৫৫ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। গায়ানার হয়ে তিনটি উইকেট পান ক্রিসমার সান্তোকি। ম্যাচ সেরা হন শোয়েব মালিক।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।