ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আমলার শতকে প্রোটিয়াদের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, আগস্ট ১৮, ২০১৪
আমলার শতকে প্রোটিয়াদের বড় জয়

ঢাকা: হাশিম আমলার অপরাজিত শতকে জিম্বাবুয়েকে ৯৩ হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল দ.আফ্রিকা। আর আমলাকে ব্যাটিংয়ে সঙ্গ দিয়েছেন কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসিস।

তারা দু’জনেই অর্ধশতক করেন।

এদিন ক্যারিয়ারের ১৫তম শতক করে ১২২ রানে অপরাজিত ছিলেন আমলা। তার এই ইনিংসটি ১৩২ বলে তিনটি ছয় ও ছয়টি চারের মাধ্যমে সাজানো ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় আর শেষ ছয় ম্যাচে চারটি শতক হাঁকালেন এই আফ্রিকান।

দ. আফ্রিকার দেয়া তিন উইকেটে ৩০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৬ রান করে জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৬১ রান আসে হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে। আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট পান ইমরান তাহির ও অ্যারন পাহানগিসো।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, ১৮ আগষ্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।