ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় বোলাররা ম্যাকগ্রার কাছে প্রশিক্ষন নেবে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, সেপ্টেম্বর ৩, ২০১৪
ভারতীয় বোলাররা ম্যাকগ্রার কাছে প্রশিক্ষন নেবে গ্লেন ম্যাকগ্রা

ঢাকা: চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনে গত দুই বছর ধরে ভারতীয় উঠতি পেসারদের নিয়ে কাজ করছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা।

এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ম্যাকগ্রার সঙ্গে নতুন করে ‍আরো পাঁচ বছরের চুক্তি করল।

যেখানে দেশের বর্তমান ও উঠতি দুই ধরনের বোলাররা প্রশিক্ষন নিবেন।

ম্যাকগ্রা বলেন, ‘এই ফাউন্ডেশনে গত দুই বছর আমার দারুণ কেটেছে। আর এখন আমি ভারতে সেরা বোলারদের নিয়ে এখানে কাজ করব। এখানে আমাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। আর আমি এখানকার বোলারদের বিশ্বমানের বোলারে পরিণত করতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘন্টা, ৩ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।