ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শেষ দুই ম্যাচে খেলবেন না ইউনুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, আগস্ট ২৫, ২০১৪
শেষ দুই ম্যাচে খেলবেন না ইউনুস ইউনুস খান

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুটি একদিনের ম্যাচ খেলবেন না পাকিস্তানী ব্যাটসম্যান ইউনুস খান। ভাতিজা মারা যাওয়ার খবরে করাচির উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।

আর তার পরিবর্তে দলে অন্যকোনো খেলোয়াড়কে নিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এ ব্যাপারে পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন,“ ইউনুসের ভাতিজা মারা যাওয়ায় আমি গভীর ভাবে মর্মাহত। তার জন্য আমি সমবেদনা জানাচ্ছি। ”

প্রায় এক বছর পর পাকিস্তান দলে সুযোগ পেয়েছিলেন ইউনুস। এটি তার ২০১৫ বিশ্বকাপের প্রস্তুতিও ছিল। এর আগে ২০১৩ সালের মার্চে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন এই ব্যাটসম্যান।

পাকিস্তান তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে। ২৬ আগষ্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘন্টা, ২৫ আগষ্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।