ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

ক্রিকেট

শীর্ষে ভারত, নয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, সেপ্টেম্বর ১, ২০১৪
শীর্ষে ভারত, নয়ে বাংলাদেশ

ঢাকা: আইসিসির প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান ফিরে পেল ভারত। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে টানা দুই ম্যাচ জিতে র‌্যাংকিংয়ে এক নম্বরে গেল ধোনিবাহিনী।



সর্বশেষ র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকা অস্ট্রেলিয়া নেমে গেছে চার নম্বরে। ৩১ বছর পর তারা সর্বশেষ ওয়ানডেতে হেরেছে জিম্বাবুয়ের কাছে। ৩৮ ম্যাচে ৪২৩০ পয়েন্ট নিয়ে অসিদের অর্জিত রেটিং ১১১।

ক্লার্ক বাহিনীর সমান রেটিং নিয়ে ৬৫ ম্যাচে ৭২৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ জেতা শ্রীলঙ্কা। আর দ্বিতীয় অবস্থানে আছে দ. আফ্রিকা। প্রোটিয়াদের ৪০ ম্যাচ থেকে ৪৫২২ পয়েন্ট নিয়ে অর্জন ১১৩ রেটিং।

ভারত ৫৭ ম্যাচ খেলে অর্জন করেছে ৬৪৮৫ পয়েন্ট। শীর্ষ স্থানে যেতে তাদের রেটিং ১১৪।

এ তালিকায় নয় নম্বরে আছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া লাল-সবুজদের ২৮ ম্যাচ থেকে অর্জন ১৯৪০ পয়েন্ট। টাইগারদের অর্জিত রেটিং ৬৯।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।