ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন আতাপাত্তু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন আতাপাত্তু মারভান আতাপাত্তু

ঢাকা: শ্রীলঙ্কান ক্রিটেকের প্রধান কোচের দায়িত্ব পেলেন সাবেক লঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তু। ১৫ বছরের মধ্যে প্রথমবারের মত কোনো লঙ্কান এই দায়িত্ব পেলেন।

গত ছয় সপ্তাহের কোচিং নির্বাচনের প্রক্রিয়ার পর নির্বাচিত হলেন তিনি।

এর আগে তিন মাস দলের অস্থায়ী কোচের দায়িত্বে ছিলেন আতাপাত্তু। আর মঙ্গলবার তিনিসহ আরো একজন প্রার্থীর সঙ্গে সাক্ষাত করে শ্রীলঙ্কান ক্রিকেট। পরে বোর্ডের এক্সিকিউটিভ কমিটি সাবেক এই ডানহাতি ব্যাটসম্যানকে কোচ হিসেবে নিয়োগ দেন।

আতাপাত্তু শ্রীলঙ্কার হয়ে ৯০টি টেস্ট ও ২৬৮টি ওডিআই খেলেছেন। যেখানে তিনি টেস্টে ৩৯.০২ গড়ে ৫৫০২ রান ও একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩৭.৫৭ গড়ে ৮৫২৯ রান করেছিলেন।

২০০৭ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।