ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

ক্রিকেট

ক্যারিবীয় দলে ফিরলেন স্যামুয়েলস, নেই গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, সেপ্টেম্বর ২৪, ২০১৪
ক্যারিবীয় দলে ফিরলেন স্যামুয়েলস, নেই গেইল মারলন স্যামুয়েলস

ঢাকা: আগামী মাসে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস, ডোয়েন ব্রাভো ও ফাস্ট বোলার জেরম টেইলর।

এছাড়‍া দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশের সঙ্গে টেস্ট অভিষেক হওয়া লিওন জেসন।



এদিকে হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে দল থেকে বাদ পড়লেন ক্রিস গেইল। এছাড়া ব্যাটসম্যান ক্রিক এডওয়ার্ড ও বাঁ-হাতি স্পিনার নিকিতা মিলারকেও দলে রাখা হয়নি।

ওয়েস্ট ইন্ডিজ দল: ডোয়েন ব্রাভো (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, সুনিল নারিন, কিরন পোলার্ড, দিনেশ রামদিন (উইকেটকিপার), রাভি রামপাল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন সামি, মারলন স্যামুয়েলস, লেন্দল সিমন্স, ডোয়েন স্মিথ ও জেরম টেইলর।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।