ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় টেস্টে খেলছেন না ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, সেপ্টেম্বর ১২, ২০১৪
দ্বিতীয় টেস্টে খেলছেন না ক্রিস গেইল ক্রিস গেইল

ঢাকা: সেন্ট লুসিয়ায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামছেন না ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। ব্যক্তিগত কারণে ক্রিস গেইল স্কোয়াডের বাইরে রয়েছেন বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।



উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন লিওন জনসন। তিনটি একদিনের ম্যাচ খেলা ২৭ বছর বয়সী ক্রিকেটার লিওন জনসনের টেস্ট অভিষেক বাংলাদেশের বিপক্ষে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায়। ওই টেস্টে ৬৪ ও ৯ রানের ইনিংস খেলেন ক্রিস গেইল।

এদিকে স্কিন ইনফেকশনের কারণে ইতোমধ্যেই সফরত বাংলাদেশ স্কোয়াড থেকে দেশে ফিরে এসেছেন টাইগার ব্যাটসম্যান ইমরুল কায়েস।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।