ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স লিগে অনিশ্চিত জনসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, সেপ্টেম্বর ১৭, ২০১৪
চ্যাম্পিয়ন্স লিগে অনিশ্চিত জনসন মিচেল জনসন

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগে কিংন ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল জনসনের।

ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে জানানো হয়, সম্প্রতি জিম্বাবুয়েতে ত্রি-দেশীয় সিরিজের পর থেকে পাঁজরের সমস্যায় ভুগছেন জনসন।

আর পাঞ্জাবের হয়ে খেলাটা নির্ভর করছে তার আগামী কয়েকদিনের চিকিৎসার উপর।

সিএর ফিজিও অ্যালেক্স কোনটোরিস জানান, ‘জিম্বাবুয়ে সফরের পর থেকে জনসন পাঁজরের ব্যাথা অনুভব করছেন। নিয়মিত চিকিৎসা চালালে তার এই সমস্যার সমাধান হবে। তবে সে পুরোপুরি সুস্থ হতে এক সপ্তাহের মত লাগতে পারে। ’

আইপিএল ২০১৪ মৌসুমে পাঞ্জাবের হয়ে ১৪ ম্যাচে ২৬.১১ গড়ে ১৭ টি উইকেট পেয়েছিলেন জনসন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘন্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।