ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় আসছেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, অক্টোবর ১, ২০১৪
ঢাকায় আসছেন শচীন শচীন টেন্ডুলকার

ঢাকা: ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ঢাকায় আসছেন। তিনি এর আগেও অনেকবার ঢাকায় বাংলাদেশে এসেছিলেন।

তবে প্রতিবারই খেলার জন্য আসলেও এবার তিনি আসছেন অন্য একটি কারণে।

শচীনের বন্ধু হিসেবে পরিচিত ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব গাজী ট্যাংকের স্বত্বাধিকারী লুৎফর রহমান (বাদল)। তার কেনা দলটির নাম পরিবর্তন অনু্ষ্ঠানে যোগ দিতেই শচীন আসছেন বাংলাদেশে।

লুৎফর গত বছর গাজী ট্যাংক দলটি কিনে সেটির নাম বদলে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ রাখার আবেদন করেছিলেন। বিসিবি তার আবেদনে সাড়া দেওয়ায় এবার তিনি তার ক্লাবটির নাম রাখতে পারবেন ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’।

আর ১৪ অক্টোবর লিজেন্ডস অব রূপগঞ্জ-এর নাম ও লোগো উন্মোচন করতে আসার কথা টেন্ডুলকারের।

অবসর নেওয়ার পর এটিই শচীনের প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ১ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।