ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আফগানিস্তান যেতে রাজি শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, অক্টোবর ৯, ২০১৪
আফগানিস্তান যেতে রাজি শচীন

ঢাকা: ভারতে নিযুক্ত অফগানিস্তানের রাষ্ট্রদূত শাইদা এম আব্দালি জানিয়েছেন, ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার তার আমন্ত্রণে সাড়া দিয়ে আফগানিস্তানে যেতে রাজি হয়েছেন।

আব্দালি জানান, তার অনুরোধে শচীন ইতিবাচক সাড়া দিয়েছেন, তিনি স্বেচ্ছায় আফগানে যেতে চান।



আব্দালি তার টুইটারে লিখেছেন, আমার আজ শচীন টেন্ডুলকারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমি তাকে আফগানিস্তানের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছি। আর তিনি আমার অমন্ত্রণে রাজিও হয়েছেন।

গত সপ্তাহে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহাজাদা মাসুদ জানিয়েছিলেন, ভবিষ্যতে শচীন সহ বিভিন্ন দেশের ক্রিকেটাররা আফগানিস্তানে আসবে। আর তিনি ভারত ও জার্মান সরকারকে তাদের সমর্থন করায় ধন্যবাদও জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।