ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

একদিনের ম্যাচে অভিষেক হলো সাব্বিরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, নভেম্বর ২১, ২০১৪
একদিনের ম্যাচে অভিষেক হলো সাব্বিরের

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হলো অলরাউন্ডার সাবিবর রহমানের। এদিন টাইগারদের হয়ে ১১৩তম ওডিআই ক্রিকেটার হিসেবে মাঠে নামেন তিনি।



সাব্বির রহমানের এর আগে কোন ওডিআই না খেললেও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে লিস্ট এ ক্যারিয়ারে তিনি দারুণ পারর্ফম করেই জাতীয় দলে আসার সুযোগ পেয়েছেন।

এখন পর্যন্ত ৩৯ টি লিস্ট এ ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি সহ ৭২২ রান করেছেন তিনি। পাশাপাশি লেগ স্পিনার হিসেবে খেলা এই ক্রিকেটার ৩১ টি উইকেটও নিয়েছেন।

এর আগে সাব্বির বাংলাদেশ অনুর্ধ-১৯ এর হয়ে নিউজিল্যান্ড বিশ্বকাপে খেলেছিলেন। আর ২০০৮-০৯ মৌসুমে রাজশাহী বিভাগের হয়ে প্রথম শ্রেনীর ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।