ঢাকা: আবারো বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর বয়ে আনল দলের সেরা তারকা সাকিব আল হাসান। এ বছর দলের প্রথম ওয়ানডে জয়ে সবচেয়ে বড় অবদানের পাশাপাশি গড়লেন নতুন একটি রেকর্ড।
আর এদিন একদিনের ম্যাচে সেঞ্চুরি ও চার উইকেট নিয়ে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও লঙ্কান গ্রেট সনথ জয়সুরিয়ার পাশেই নাম লেখালেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।
সাকিব এদিন ১০১ রানের পর বোলিংয়ে নেমে দশ ওভারে ৪১ রানে চারটি উইকেট নেন।
![](files/November_2014/November_21/sakib_sachin_inner_1_215605069.jpg)
তবে, এক ম্যাচে সবচেয়ে ভালো অলরাউন্ড পারর্ফম করেছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার পল কলিংউড। তিনি ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষেই ১১২ রান ও ছয় উইকেট নিয়েছিলেন।
আর ১৯৮৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৯ ও পাঁচ উইকেট পেয়েছেন ক্যারিবীয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস।
![](files/November_2014/November_21/sakib_sachin_inner_2_900020102.jpg)
তবে সেঞ্চুরি ও চার উইকেট নেয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন শ্রীলঙ্কান তিলকরত্মে দিলশান। তিনি ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ১৪৪ রান ও মাত্র চার রানে চারটি উইকেট নিয়েছিলেন।
এছাড়া এ তালিকায় আরো আছেন শচীন টেন্ডুলকার, সনাথ জয়সুরিয়া, সৌরভ গাঙ্গুলি, ক্রিস গেইল, শোয়েব মালিক, যুবরাজ সিং, নাথান অ্যাস্টেল ও ফ্লিকো ক্লোপেনবার্গ।
** সাকিবের আরেকটি রেকর্ড
** সাকিবের ষষ্ঠ সেঞ্চুরি
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৪