ঢাকা: ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ক্রিকেটের মাঠ আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। তাই এবার বলিউডের মাঠে নেমে পড়েছেন ভারতীয় ক্রিকেটের ‘ব্যাড বয়’ শান্তকুমারন শ্রীশান্থ।
জানা গেছে, চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রীশান্থ পাঁচ লাখ রুপির চুক্তিও স্বাক্ষর করে ফেলেছেন। আগামী জানুয়ারিতেই শ্রীশান্থের অভিনয় পর্ব শুরু হবে।
নাম নির্ধারণ না হলেও মহেশ ভাট কন্যার চলচ্চিত্রে নায়িকা রিচা চাড্ডার মালয়ালি মেন্টরের ভূমিকায় দেখা যাবে ক্রিকেটের এই মেজাজী পেসারকে।
এই চরিত্রে বর্ষিয়ান কোনো অভিনেতার কাজ করার কথা থাকলেও ৩১ বছর বয়সী শ্রীশান্থই কেন নির্বাচিত হলেন?
পূজা ভাট বললেন, শ্রীশান্থের বিয়ের ছবি দেখে মনে হয়েছে তাকে সিনেমার মালয়ালি মেন্টরের ভূমিকায় খুব মানাবে।
শ্রীশান্থের হিন্দি উচ্চারণে মালয়ালির মিশ্রণ থাকার কারণে সেটা চরিত্রের প্রয়োজনে খুব কাজে দেবে বলেও উচ্ছ্বাস প্রকাশ করেন পূজা।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪