ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে ফিরলেন রবিন পিটারসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে ফিরলেন রবিন পিটারসেন ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে  তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্যে  একমাত্র স্পিনার হিসেবে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন রবিন পিটারসেন। তাকে দলে নেওয়া হয়েছে ইনজুরিতে আক্রান্ত ডেন পেইডিটের জায়গায়।



তবে দল থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার ইমরান তাহির। আর প্রোটিয়া দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন  টিম্বা মাভুয়া এবং পেসার কাগিসো রাবাডা।

অন্যদিকে ইনজুরির জন্যে প্রথম টেস্ট খেলতে পারবেন না জেপি ডুমিনি। তবে  সুস্থ হয়ে উঠে  ফিরে আসার সম্ভাবনা রয়েছে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।

১৭ ডিসেম্বর থেকে  সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘন্টা, ০২ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।