ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির ফেরা এবং মোহামেডানের জয়

স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
মাশরাফির ফেরা এবং মোহামেডানের জয় ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ালটন  ঢাকা প্রিমিয়ার  লিগে  উত্তেজনায় ঠাসা  ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে আট রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টি ক্লাব। টানা চার ম্যাচ হারার পর মাশরাফির কৌশলী অধিনায়কত্বে  জয় পেয়েছে মোহামেডান।



 মিরপুর স্টেডিয়ামে টসে জিতে ব্যাট  করতে নেমে মোহামেডান ৫০ ওভারে নয় উইকেটে ১৮৫ রান সংগ্রহ করে। ১৮৬ রানের টার্গেটে ব্যাট করতে  নেমে শেখ জামাল ধানমন্ডি ক্লাব  ৪৮.৫ ওভারে ১৭৭ রানেই অল আউট হয়ে যায়।

 সকালে ব্যাট করতে নেমে ১১ রানের মধ্যে  তিন উইকেট হারিয়েই বিপদে পড়ে যায় মোহামেডান। এরপর  মোহাম্মদ মিঠুন এবং নাইম ইসলাম ৬৪ রানের পার্টনারশিপ গড়ে সে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কিন্তু ৭৫ রানের মাথায় মিঠুন আউট হয়ে গেলে চতুর্থ উইকেট হারায় মোহামেডান।

এরপর নিয়মিত উইকেট হারাতে  মোহামেডান আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। তবে নাইম ইসলামের ৫৭ এব আরিফুল হকের  ৩৭ রানের কল্যানে  মোহামেডান  শেষ পর্যন্ত  তাদের স্কোর বোর্ডে নয় উইকেটে ১৮৫ রান সংগ্রহ করে।

১৮৬ রানের মামুলি টার্গেট তাড়া করতে  নেমে সহজ জয়ের পথেই  এগোচ্ছিলো শেখ জামাল ওপেনার শাহরিয়ার নাফিসের সাবলীল ব্যাটিংয়ে এক সময় জামালের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ৯৮ রান।  

কিন্তু ৮৯ রান করে  দলীয় ১৭২ রানের মাথায় শাহরিয়ার নাফিস  মুরাদ খানের বলে বোল্ড হলে  দৃশ্যপট পাল্টে যায়। ধানমন্ডির দলটির স্কোর দাঁড়ায় সাত উইকেটে ১৭৫ রান।

তবে তখনও শেখ জামালের প্রয়োজন  ২৭ বলে ১৪ রান। কিন্তু  পাঁচ রানের মধ্যে  তিন উইকেট তুলে নিয়ে অপ্রত্যাশিত এক জয় পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।

নাইম ইসলাম ২১ রানে নেন তিন উইকেট।

এদিকে  বিকেএসপিতে অনুষ্ঠিত  ম্যাচে প্রাইম ব্যাংক ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সাকিব আল হাসানের লিজেন্ড অব রুপগঞ্জকে। টসে হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ৫০ ওভারে নয় উইকেটে ২৪৩ রান সংগ্রহ করে। ২৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিজেন্ড অব রুপগঞ্জ অল আউট হয়ে যায় ১৪৮ রানে। সাকিব আল হাসান করেন ১১ রান।

অন্যদিকে ফতুল্লায় অনুষ্ঠিত ম্যাচে  প্রাইম দোলেশ্বরকে ১০৯  রানে  হারিয়েছে ওল্ড ডিওএইচএস।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘন্টা, ০৩ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।