ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্লার্কের সুস্থতার আশায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৪
ক্লার্কের সুস্থতার আশায় অস্ট্রেলিয়া মাইকেল ক্লার্ক

ঢাকা: আগামী নয় ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-ভারত অ্যাডিলেডে টেস্টে ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় অধিন‍ায়ক মাইকেল ক্লার্ক। তবে এটি নির্ভর করছে আগামী কয়েকদিনে তার শারিরীক সুস্থতার উপর।




হ্যামিস্ট্রিং ইনজুরিতে ভোগা ক্লার্ক এদিন সিডনী ক্রিকেট গ্রাউন্ডে ঘাম ঝড়িয়েছেন পরে অ্যাডিলেডে গিয়ে সতীর্থদের সঙ্গেও যোগ দিয়েছেন।

এর আগে দু’দলের প্রথম টেস্ট হবার কথা ছিল পাঁচ ডিসেম্বর ব্রিসবেন। আর সেই দলে ক্লার্ক ইনজুরিতে থাকায় তার পরিবর্তে দলে ঢুকেছিলেন সদ্য প্রয়াত ফিলিপ হিউজ। তবে হিউজের অনাকাঙ্কিত মৃত্যুতে চার ম্যাচ সিরিজের পুরো টেস্ট সিরিজকে পেছাতে হয়।

এদিকে অজি দলের কোচ ড্যারেন লেহম্যান জানিয়েছেন, ক্লার্কের খেলা নির্ভর করছে আগামী কয়েকদিনে তার সুস্থতার উপর।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ০৫ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।