ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

স্বাধীন বাংলার প্রথম সেঞ্চুরিয়ান বিদায় নিলেন

স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
স্বাধীন বাংলার প্রথম সেঞ্চুরিয়ান বিদায় নিলেন আহসান জহির

ঢাকা: স্বাধীন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আহসান জহির  আর নেই । ৬০ বছর বয়সেই থেমে  গেছে এই দাপুটে ব্যাটসম্যানের জীবনের ইনিংস।

শনিবার রাতে মারা গেছেন সাবেক এই ক্রিকেটার।

স্বাধীনতার পর প্রতিযোগিতামুলক ক্রিকেটে তার ব্যাট থেকেই আসে প্রথম সেঞ্চুরি। বরিশাল বিভাগের  হয়ে ১৯৭৫ সালে  তৎকালীন ঢাকা স্টেডিয়ামে তিনদিনের এক ম্যাচে কুমিল্লা বিভাগের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন এই  ব্যাটসম্যান।

ক্লাব ক্রিকেট ক্যারিয়ারে আবাহনী, মোহামেডান, সূর্যতরুণ, শান্তিনগর, উদীতি, ভিক্টোরিয়া, ওয়ান্ডার্স ক্লাবের হয়ে খেলেন  আহসান জহির। দুই দশকের ক্যারিয়ারের ইতি টানেন ১৯৮৫ সালে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে  বিসিবি।

বাংলাদেশ সময়: ২২২০ ঘন্টা, ০৬ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।