ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

হিউজ স্মরণে রাষ্ট্রীয় শোক বাতিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
হিউজ স্মরণে রাষ্ট্রীয় শোক বাতিল ফিল হিউজ

ঢাকা: বাউন্সি বলের আঘাতে মাত্র ২৫ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজকে। হাসপাতেলের কোমায় দুই দিন থাকার পর তার মৃত্যুর খবরটি নিশ্চিত হয়।



এদিকে হিউজের মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছিল পুরো ক্রিকেট বিশ্বে। আর অজিদের হয়ে ২৬ টেস্ট খেলা হিউজের অন্ত্যেষ্টিক্রিয়ায় জড়ো হয়েছিলেন বিভিন্ন দেশের ক্রিকেটার থেকে শুরুকরে বন্ধু, প্রতিবেশি সহ প্রায় এক হাজার সমর্থক।

আর হিউজের মৃত্যুর পর রাষ্ট্রীয় শোক জানানোর কথা থাকলেও এটি এখন বাতিল করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার মাইক বেইরিড জানান, আমরা ‍অস্ট্রেলিয়ান ক্রিকেট ও হিউজের পরিবারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।

বেইরিড বলেন, ‘ সবগুলো দলই বুধবারের অন্ত্যেষ্টিক্রিয়ার সমর্থন জানিয়েছিল। তাই স্টেট মেমোরিয়াল সার্ভিস আর কোন শোক পালন করবে না। ’

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ০৮ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।