ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আরেকটি বিশ্বকাপ ক্রিকেট জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
আরেকটি বিশ্বকাপ ক্রিকেট জিতলো ভারত ছবি : সংগৃহীত

ঢাকা: চতুর্থ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত৷ দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে শেষ ওভারে হারিয়েছে ভারত।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক।

আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৩৮৯ রান।

দলের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেন মোহাম্মদ জামিল। ১১টি চার আর একটি ছয়ে জামিল তার অনবদ্য ইনিংসটি সাজান। এছাড়া মিডল অর্ডারে নেমে মোহাম্মদ আকরাম করেন ৭৫ রান। মাত্র ৪৩ বল খেলে আকরাম ৮টি চারের পাশাপাশি একটি ছক্কা হাঁকান।

৩৯০ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ৫০ রান করতেই তারা দুটি উইকেট হারিয়ে ফেলে। এরপর তৃতীয় উইকেট জুটিতে ৭৮ রানের জুটি গড়েন দীপক এবং রাও।

এরপর ৮২ রানের একটি ইনিংস খেলে প্রকাশ জয়রম্য। মাত্র ৩৮ বল খেলে ১১টি চার আর একটি ছয়ে তিনি তার ইনিংসটি সাজান। এছাড়া দলের প্রথম বিশ্বকাপ জিততে ভূমিকা রাখেন কেতানভাই বাবুঘাই প্যাটেল। তিনি ৭৬ রানের একটি ইনিংস খেলেন। আর ৭৪ রান করে অপরাজিত থাকেন অজয় রেড্ডি।

দুই বল আর ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এদিকে, ভারতের ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকার ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত দলকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ০৮ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।