ঢাকা: ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রাথমিক দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার রাবি রামপলের। ওয়েস্টইন্ডিজ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ত্রিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে।
রামপল এ বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে সর্বশেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন। এ ডানহাতি বোলার ক্যারিবীয়ানদের হয়ে এ পর্যন্ত ৯০টি ওডিআই ম্যাচ খেলেছেন। নব্বই ম্যাচ খেলে ১১৫টি উইকেট লাভ করেছেন তিনি।
এদিকে ত্রিশ জনের প্রাথমিক দলে মূলত নিয়মিত ক্রিকেটারদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। অভিজ্ঞদের পাশাপাশি এ তালিকায় ছয়জন নতুন ক্রিটেটারকে রাখা হয়েছে।
ওয়েস্টইন্ডিজ প্রাথমিক দল: সুলেমান বেন, কার্লোস ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, জোনাথন কার্টার, শেলডন কোট্রেল, মিগুয়েল কামিনস, নার্সিঙ্গ ডিউনারাইন, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, ইমরান খান, লিওন জনসন, ইভিন লিউইস, নিকিটা মিলার, মারকুইনো মাইন্ডলি, সুনিল নারিন, অ্যাশলি নার্স, কেনরয় পিটারস, ভারসাম্মি পারমল, কিরন পোলার্ড, দিনেশ রামদিন, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস, লেন্দল সিমন্স, ডোয়াইন স্মিথ, ডেভন স্মিথ ও জেরম টেইলর।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘন্টা, ০৯ ডিসেম্বর ২০১৪