ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কঠোর নিরাপত্তায় পাকিস্তান সফরে কেনিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
কঠোর নিরাপত্তায় পাকিস্তান সফরে কেনিয়া

ঢাকা: কড়া নিরাপত্তার মধ্যদিয়ে পাকিস্তানের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাল কেনিয়া ক্রিকেট দল। পাকিস্তান এ দলের বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে আফ্রিকান দেশটি।



এদিকে এই সিরিজে দারুণ গুরত্ব বহন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর। কারণ এই সিরিজের পর দেশটি আশা করছে অন্য ক্রিকেট দল গুলোও খেলতে আসবে।

এর আগে ২০০৯ এর মার্চ মাসের পর পাকিস্তানে কোন আন্তর্জাতিক ক্রিকেট দল সফর করেনি। কারণ মার্চের তিন তারিখ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বর্বর ঘটনা ঘটেছিল।

পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ চলাকালিন অবস্থায় বাসে থাকা লঙ্কান ক্রিকেটারদের লক্ষ করে গুলি করে সন্ত্রাসীরা। সেই হামলায় আটজন পথচারি নিহত হয়েছিল। আর লঙ্কান বেশ কয়েকজন ক্রিকেটার আহত হয়েছিল।

এদিকে কঠোর নিরাপত্তার মধ্যেদিয়ে বাসে করে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের এ্যাকাডেমিতে কেনিয়া দলকে নিয়ে যাওয়া হয়। আর এই মাঠেই পাঁচটি ম্যাচ খেলবে কেনিয়া ও পাকিস্তান এ দল।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।