ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অজিদের সঙ্গে সমান তালে লড়ছে কোহলিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
অজিদের সঙ্গে সমান তালে লড়ছে কোহলিরা বিরাট কোহলি

ঢাকা: বিরাট কোহলির সপ্তম টেস্ট সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সঙ্গে সমান তালেই লড়ছে ভারত। অ্যাডিলেডে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিদের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ৩৬৯ রান।

৩৩ ও এক রানে অপরাজিত অ‍াছেন রোহিত শর্মা ও হূদ্ধিমান শাহা।

আগের দিনের সাত উইকেট ৫১৭ রানে শেষ করা অজিরা এদিন আর ব্যাটিংয়ে নামেনি। তবে ভারত তাদের প্রথম ইনিংসে মাঠে নেমে শেখর ধাওয়ানের উইকেটটি দ্রুত হারালেও মুরালি বিজয় ও চেতশ্বর পূঁজারা বিপর্যয় কাটিয়ে উঠেন।

‍বিজয় মিচেল জনসনের বলে আউট হওয়ার আগে ৫৩ রান করেন। আর নাথান লিওনের বলে বোল্ড হওয়া পূঁজারার ব্যাট থেকে আসে ৭৩ রান।

পরে আজিঙ্কে রাহানের সঙ্গে মুল্যবান ৯৯ রানের পার্টনারশিপ গড়েন কোহলি। দারুণ খেলতে থাকা ভারতীয় অধিনায়ক জনসনের শিকার হওয়ার আগে ১১৫ রান করেন। এর আগে ৬২ রান করে লিওনের দ্বিতীয় শিকার হন রাহানে।

অজিদের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন জনসন ও লিওন আর একটি উইকেট পেয়েছেন রায়ান হ্যারিস।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।