ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

চরম নাটকীয়তার পর অস্ট্রেলিয়ার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
চরম নাটকীয়তার পর অস্ট্রেলিয়ার জয় ছবি: সংগৃহীত

ঢাকা: বিরাট কোহলির ব্যাক টু ব্যাক সেঞ্চুরি সত্বেও অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৪৮ রানে হারল ভারত। অজিদের দেয়া ৩৬৪ রানের জবাবে খেলতে নেমে ন্যাথান লিওনের অসাধারণ স্পিন ঘুর্ণিতে ৬৫ বল বাকি থাকতে ৩১৫ রানে সবকটি উইকেট হারায় সফরকারীরা।



স্কোর: অস্ট্রেলিয়া-৫১৫/৭ ডিক্লে. ও ২৯০.৫ ডিক্লে.
ভারত-৪৪৪ ও ৩১৫(৮৭.১ ওভার)

আগের দিনে ২৯০ রানে পাঁচ উইকেট হারানো অজিরা এদিন আর মাঠে নামেনি। তবে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে নেমে ৫৭ রানে প্রথম দুই উইকেট হারালেও মুরালি বিজয়কে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ১৮৫ রানের পার্টনারশিপ গড়েন কোহলি। আর এক সময় মনে হচ্ছিল ভারতের সামনে জয় সময়ের ব্যাপার।

তবে কোহলি তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিলেও ৯৯ রানে লিওনের বলে এলবিডব্লিউ হন বিজয়। আর এরপর থেকেই মূলত সফরকারিদের ব্যাটিং শিবিরে ধ্বস নামে।

পরে অন্য ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলে ভারত নিজেদের শেষ আট উইকেট হারায় মাত্র ৭৩ রানে। কোহলি ১৪১ রান করে লিওনের বলে মিচেল মার্শের ক্যাচে পরিণত হন।

প্রথম ইনিংসে ছয় উইকেট পাওয়া ম্যাচ সেরা লিওন দ্বিতীয় ইনিংসে পান আরো সাত উইকেট। যা তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ১৩ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।