ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

১৬৮ রানের জবাবে ব্যাট করছে রুপগঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, ডিসেম্বর ১৪, ২০১৪
১৬৮ রানের জবাবে ব্যাট করছে রুপগঞ্জ

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লিজেন্ড অব রুপগঞ্জ।

কুয়াশার কারণে ম্যাচের ওভার ৪৫ নিয়ে আসে আম্প্যায়াররা।

পরে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা জামাল নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে।

জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত রুপগঞ্জের সংগ্রহ ১৩ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৫২ রান। ব্যাটিংয়ের আছেন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিক।

প্রথমে ব্যাট করতে নামা জামালের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন তুসার ইমরান। এছাড়া ৪৩ রান করে অপরাজিত থাকেন নাহিদুল ইসলাম। রুপগঞ্জের হয়ে তিনটি উইকেট পান শরিফুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।