ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিজয় দিবসে মাঠে নামবেন সাবেক তারকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
বিজয় দিবসে মাঠে নামবেন সাবেক তারকারা

ঢাকা: প্রতি বছরের মতো এবারও ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস প্রদর্শনী ক্রিকেট ম্যাচ’ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ম্যাচে দুটি দলে ভাগ হয়ে টি-টোয়েন্টি ফরমেটে খেলবেন বাংলাদেশের জাতীয় ও ঘরোয়া ক্রিকেটের সাবেক খেলোয়াড়রা।



মুক্তিযোদ্ধা শহীদ মুস্তাক এবং মুক্তিযোদ্ধা শহীদ জুয়েলের নামে দল দু’টি নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে দল দু’টির ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বিসিবি।
 
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে দশটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

শহীদ মুস্তাক একাদশ: হাসানুজ্জামান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সাজ্জাদ আহমেদ শিপন, ফারুক আহমেদ, নাইমুর রহমান দুর্জয়, নাসির আহমেদ নাসু, খন্দকার শহিদুল ইসলাম, হাসিবুল হোসেন শান্ত, আনোয়ার হোসেন মনির, খালেদ মাহমুদ সুজন, হালিম শাহ, সাইফুল্লাহ জেম, এহসানুল হক সেজান ও আব্দুল আতিক খান।

টিম ম্যানেজার: তানভির আহমেদ টিটো।

শহীদ জুয়েল একাদশ: জাহাঙ্গীর আলম, জাভেদ ওমর বেলিম, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, সাজ্জাদ কাদির, মোহাম্মদ রফিক, আলমগীর কবির, শফিউদ্দিন আহমেদ বাবু, সানোয়ার হোসেন, মাহমুদুল হাসান রানা, মোহাম্মদ আলী, এনামুল হক মনি ও মাহবুবুর রহমান সেলিম।

টিম ম্যানেজার: আতাহার আলী খান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।