ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সমানতালে লড়ছে ‍অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
সমানতালে লড়ছে ‍অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রিসবেনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনে সফরকারিদের বিপক্ষে সমানতালেই লড়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে দলটির সংগ্রহ চার উইকেট হারিয়ে ২২১ রান।

৬৫ ও সাত রানে অপরাজিত থেকে ‍আগামীকাল আবারো ব্যাটিংয়ে নামবেন স্টিভেন স্মিথ ও মিচেল মার্শ।

এর আগে দিন শুরুকরা ভারতীয়রা চার উইকেটে ৩১১ রানে মাঠে নামে। ৭৫ রানে অপরাজিত থাকা আজিঙ্কে রাহানে আরো ছয় রান করতেই জস হ্যাজেলউডের শিকার হন। তবে শেষ দিকে মাহেন্দ্র সিং ধোনি ও রবিচন্দ্রন ‍অশ্বিনের ব্যাটিং দৃড়তায় ৪০৮ রান করে দলটি। হ্যাজেলউড অভিষেক টেস্টেই পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব গড়েন।

পরে অজিরা তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিয়মিত উইকেট খোয়লেও রানের চাকা সচল রাখে। ওপেনার ক্রিস রজার্সের ব্যাট থেকে আসে ৫৫ রান। তবে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন দ্রুত আউট হয়ে গেলে দলের হাল ধরেন ‍নতুন ‍অধিনায়ক স্মিথ। ভারতের হয়ে তিনটি উইকেট পান উমেশ যাদভ।

চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিমধ্যে সিরিজে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ১৮ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।