ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টির কারণে ব্যাট করা হলো না ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টসডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
বৃষ্টির কারণে ব্যাট করা হলো না ওয়েস্ট ইন্ডিজের ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির কারণে নিজেদের প্রথম ইনিংস শুরু করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন চা বিরতির আগে ৫ উইকেটে ৫৫২ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।



তবে এদিন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা পান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। অন্যদিকে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছেন প্রোটিয়া ব্যাটসম্যান ভ্যান জিল।

সেঞ্চুরিয়ানে  আগের দিনের ৩ উইকেটে ৩৪১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে প্রোটিয়ারা। তবে দলীয় ৩৬৫ রানের মাথায় ১৫২ রান করা এবি
ডিভিলিয়ার্সের উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের দিনের প্রথম সাফল্য এনে দেন সুলাইমান বেন।

তবে আউট হওয়ার আগে চতুর্থ উইকেটে অধিনায়ক হাশিম আমলার সংগে ৩০৮ রানের পার্টনারশিপ  করেন।

ডি ভিলিয়ার্স আউট হলেও  হাশিম আমলা বেশ ভুগিয়েছেন  ক্যারিবীয় বোলারদের। ডেব্যুট্যান্ট ভেন জিলের সঙ্গে পঞ্চম উইকেটে ১৫৫ রানের পার্টনারশিপ করলে বিশাল রানের নীচে চাপে পড়ে সফরকারিরা। দলীয় ৫২০ রানের মাথায় ব্যক্তিগত  ২০৮ রান করে আউট হন প্রোটিয়া অধিনায়ক।

এরপর ভেন জিল  ডেব্যু টেস্টে সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই  ইনিংস  ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।