ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টেন্ডুলকার, দ্রাবিড় ও লক্ষণকে পেছনে ফেললেন বিজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
টেন্ডুলকার, দ্রাবিড় ও লক্ষণকে পেছনে ফেললেন বিজয় মুরালি বিজয়

ঢাকা: ভারতের তিন কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষণকে পেছনে ফেলেছেন আরেক ভারতীয় ওপেনার মুরালি বিজয়।
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১ম ইনিংসে ১৪৪ রান করার পর এখন পর্যন্ত ১৪ টেস্ট খেলে ৬৯.৭১ গড়ে  মুরালি বিজয় করেছেন ৯৭৬ রান।

যা অজিদের বিপক্ষে ভারতীয় কোন ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ গড়।

যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে শচীনের গড় ৫৫, ভিভিএস লক্ষণের ৪৯ এবং  রাহুল দাব্রিড়ের ৩৯।
 
মুরালি বিজয়ের ক্যারিয়ারে পাঁচ সেঞ্চুরির মধ্যে চারটিই করেছেন অজিদের বিপক্ষে।
 
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনও পর্যন্ত ৭৭.৭৫ গড় নিয়ে প্রথম স্থানে রয়েছেন ভারতের বর্তমান টিম ডিরেক্টর রবি শাস্ত্রী।
 
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।