ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অ্যালমনাই এসোসিয়েশন অব বিকেএসপি’র নতুন কমিটি

স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
অ্যালমনাই এসোসিয়েশন অব বিকেএসপি’র নতুন কমিটি

ঢাকা: সাবেক ক্রিকেটার ও বর্তমান সংসদ সদস্য  নাইমুর রহমান দুর্জয়কে প্রধান উপদেষ্টা  এবং সাবেক হকি খেলোয়াড় নুরুর রহমান দুর্বারকে সভাপতি করে  বাংলাদেশ  ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর সাবেক  শিক্ষার্থীদের  সংগঠন অ্যালমনাই এসোসিয়েশন অব বিকেএসপি (অ্যাব) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন এ কার্যনিবাহীকে আগামী দুই বছরের জন্যে দায়িত্ব দেওয়া হয়েছে।

  এই কমিটি আগামি ২৩ জানুয়ারি বিকেএসপিতে পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ  মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।