ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মরগানকে অধিনায়ক করে ইংল্যান্ডের চূড়ান্ত দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
মরগানকে অধিনায়ক করে ইংল্যান্ডের চূড়ান্ত দল ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: আসছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে ইয়ন মরগানকে অধিনায়ক করে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড(ইসিবি)। তবে বাজে ফর্মের কারণে অধিনায়কত্ব থেকে বাদ পড়া ‍অ্যালিস্টার কুককে রাখা হয়নি এই স্কোয়াডে।



এদিকে কুকের পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন গ্যারি ব্যালেন্স। তবে সম্প্রতি শ্রীলঙ্কা সফরে থাকা বেন স্টোকস ও হ্যারি গারনি নেই বিশ্বকাপ দলে। আর দলে আবারো ফিরছেন ইনজুরি ফেরত অভিজ্ঞ বোলার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট বোর্ড।

বিশ্বকাপের পুল ‘এ’ ক্যাটাগরিতে থাকা ইংল্যান্ড ১৪ ফেব্রুয়ারী উদ্ধোধনী দিনই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে।

ইংল্যান্ড দল: ইয়ন মরগান(অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, গ্যারি ব্যালেন্স, ইয়ান বেল, রাভি বোপারা, স্টুয়ার্ট বোর্ড, জস বাটলার, স্টেভেন ফিন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, জো রুট, জেমস টেইলর, জেমস ট্রেডওয়েল ও ক্রিস ওকস।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ২১ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।