ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টিম ইন্ডিয়ার হোটেলে ‘ক্রিসমাস গিফট’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
টিম ইন্ডিয়ার হোটেলে ‘ক্রিসমাস গিফট’ ছবি : সংগৃহীত

ঢাকা: মাঠের পারফরমেন্স ভালো না হলেও ভারতীয় ক্রিকেটাররা বোর্ডের কাছ থেকে ‘ক্রিসমাস গিফট’ পেতে চলেছেন। সফররত অস্টেলিয়ায় ক্রিকেটাররা তাদের হোটেলে নিজের স্ত্রীদের রাখার অনুমতি পেয়েছেন।



যদিও টিম হোটেলে অবিবাহিতরা তাদের বান্ধবীদের রাখতে পারবে কিনা, এমন কোনো সিদ্ধান্ত জানায় নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডের বিপক্ষে কিছুদিন আগে টেস্ট সিরিজ হেরেছে ভারত। সেবার টিম হোটেলে বান্ধবীদের রাখায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে নাস্তানাবুদ হতে হয়েছিল। তাই এবারে প্রথম থেকেই অস্ট্রেলিয়ায় ক্রিকেটারদের বাইরে টিম হোটেলে কাউকে রাখার অনুমতি দেয়নি ক্রিকেট বোর্ড। কিন্তু ক্রিসমাসের আগে সে অনুমতি মিললো মহেন্দ্র সিং ধোনীদের।

তবে, বিরাট কোহলিরা বান্ধবীদের সঙ্গে রাখতে পারবেন না। এমনটিই জানিয়েছে বিসিসিআই এর একটি নির্ভরযোগ্য সূত্র।

এবার অস্ট্রেলিয়া সফরেও টেস্ট সিরিজ হারের পথে গত বিশ্বকাপের ওয়ানডে চ্যাম্পিয়নরা। ইতোমধ্যেই চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে সফরকারীরা। প্রথম দুটি টেস্ট হারা ভারত বক্সিং ডে টেস্টে মাঠে নামবে ২৬ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ২২ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।