ফতুল্লা থেকে: চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে তিন উইকেটে হারিয়ে সুপার লিগের প্রথম ম্যাচে জয় পেল আবাহনী। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানের দেয়া ২৪১ রানের জবাবে খেলতে নেমে নাসির হোসেনের অপরাজিত ৮২ রানের উপর ভর করে সাত উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ধানমন্ডির দলটি।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আরিফুল হকের সেঞ্চুরি(১০৯) ও নাঈম ইসলামের ৫১ রানের সাহায্যে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২৪০ রান করে মোহামেডান। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান আসে অধিনায়ক মাশরাফি মর্তুজার ব্যাট থেকে। আবাহনীর হয়ে দশ ওভারে ৫৬ রানের বিনিময় চারটি উইকেট পান শুভাষিস রায়।
জয়ের লক্ষে খেলতে নেমে দলীয় আট ও ৩৩ রানে দুই ওপেনার বিদায় নিলে বিপাকে পড়ে আবাহনী। তবে দলকে চাপমুক্ত করেন ফরহাদ হোসেন ও নাসির। ফরহাদ ৫৯ রানে আউট হলেও অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ম্যাচ সেরা নাসির। মোহামেডানের হয়ে মাশরাফি তিনটি উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২৪ ডিসেম্বর ২০১৪