ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

‘বক্সিং ডে’ টেস্ট দলে হ্যারিস ও বার্নস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, ডিসেম্বর ২৫, ২০১৪
‘বক্সিং ডে’ টেস্ট দলে হ্যারিস ও বার্নস রায়ান হ্যারিস

ঢাকা: ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচের মূল একাদশে দু’টি পরিবর্তন এনেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের নির্বাচকরা। ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে খেলতে না পারা রায়ান হ্যারিস এ ম্যাচে মাঠে নামবেন।

অপরদিকে ইনজুরি আক্রান্ত মিচেল মার্শের জায়গায় অভিষেক ঘটতে পারে জো বার্নসের।

এর আগে অ্যাডিলেডে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইনজুরিতে পড়েছিলেন ফাস্ট বোলার হ্যারিস। এরপর ব্রিসবেন টেস্টে খেলতে পারেননি এই ডানহাতি বোলার। অপরদিকে দ্বিতীয় টেস্টেই নতুন করে ইনজুরিতে পড়েছিলেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। তাই মার্শ ‘বক্সিং ডে’ টেস্টে খেলতে পারবেন না।

অজি অধিনায়ক স্টিভেন স্মিথ জানিয়েছেন, তৃতীয় টেস্টে খেলতে পারেন কুইন্সল্যান্ডের ব্যাটসম্যান বার্নস। এক্ষেত্রে ছয় নম্বরে তাকে ব্যাট হাতে দেখা যেতে পারে। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটতে পারে বার্নসের।

এর আগে অস্ট্রেলিয়ার হয়ে ২৫টি টেস্ট ম্যাচ খেলে ১০৫টি উইকেট নিয়েছেন হ্যারিস। অপরদিকে ২৫ বছর বয়সী বার্নস প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৫টি ম্যাচ খেলেছেন। এছাড়াও অজিদের হয়ে ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

আগামীকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘন্টা, ২৫ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ