ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধীর গতিতে অজিদের প্রথম দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
ধীর গতিতে অজিদের প্রথম দিন ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাগতিক অস্ট্রেলিয়া আর সফরকারি ভারতের মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অজিরা ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৫৯ রান। স্বাগতিকদের হয়ে অজি দলপতি স্টিভেন স্মিথ ৭২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।



তৃতীয় টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ইনিংস উদ্বোধন করতে আসেন ক্রিস রজার্স এবং ডেভিড ওয়ার্নার। রানের খাতায় কিছু যোগ করার আগেই সাজঘরে ফেরেন ওয়ার্নার।

তবে, আরেক ওপেনার রজার্স করেন ৫৭ রান। এছাড়া তিন নম্বরে নামা শেন ওয়াটসন করেন ৫২ রান। শন মার্শ ৩২ রান করে মোহাম্মদ সামির বলে উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনীর তালুবন্দি হন।

অভিষিক্ত জো বার্নসের শুরুটা বেশি ভালো হয়নি। কুইন্সল্যান্ডের এ ব্যাটসম্যান ১৩ রান করে উমেস যাদবের বলে ধোনীর হাতেই ধরা দেন। ব্যাটিং ক্রিজে স্মিথের সঙ্গে ২৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন ব্রাড হাডিন।

ভারতের হয়ে দুটি করে উইকেট নেন উমেস যাদব এবং মোহাম্মদ সামি। বাকি উইকেটটি নিয়েয়েন রবিচন্দ্রন অশ্বিন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।