ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ক্যারিবীয়ানদের বিশ্বকাপ মিশনে নারাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
ক্যারিবীয়ানদের বিশ্বকাপ মিশনে নারাইন ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের জন্য নিজেদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আর বিশ্বকাপের এ মঞ্চে ক্যারিবীয়ান দলে থাকছেন দলের সেরা স্পিনার সুনিল নারাইন।



দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই দীর্ঘদিন বিরতিতে থাকার পর আবারো আন্তর্জাতিক ম্যাচে নামছেন এ রহস্যময়ী বোলার।

জেসন হোল্ডারকে অধিনায়ক করে উইন্ডিজদের এ স্কোয়াডে থাকছেন পাঁচজন অলরাউন্ডার, তিনজন স্পেশালিস্ট ব্যাটসম্যান, চারজন পেস বোলার, দু’জন স্পিনার ও একজন উইকেটকিপার। তবে দলটির প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড এ স্কোয়াডে ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ডকে রাখেন নি।

এদিকে ব্যক্তিগত কারণে আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নিজের নাম প্রত্যাহার করা ড্যারেন ব্রাভোকে রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে। পাশাপাশি ইনজুরি থেকে সেরে ১৫ সদস্যের দলে ঢুকেছেন কেমার রোচ।

সেক্সটন ওভালে ক্যারিবীয়রা ১৬ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, সুলেমান বেন, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, শেলডন কর্তেল, ক্রিস গেইল, সুনিল নারাইন, দিনেশ রামদিন (উইকেটকিপার), কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, লেনডল সিমন্স, ডোয়াইন স্মিথ ও জেরম টেইলর।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।