ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বিশ্বকাপের মাঠ কাঁপাবেন যারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বিশ্বকাপের মাঠ কাঁপাবেন যারা

ঢাকা: আর কয়েক দিন পরেই ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের একাদশ আসর শুরু হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে ১৪ ফেব্রুয়ারি ক্রিকেট বিশ্বমঞ্চের আসরটি বসবে।

১৪ ফেব্রুয়ারি পর্দা উঠলেও এ ক্রিকেট যজ্ঞের সমাপ্তি ঘটবে ২৯ মার্চ।

এরই মধ্যে দলগুলো তাদের ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে। ৩০ জনের প্রাথমিক তালিকা থেকে ক্রিকেট বোর্ড গুলো তাদের সেরা ১৫ ক্রিকেটারদের নিয়েই বিশ্বমঞ্চের মিশনে নামবে।

তাসমান সাগর পারের প্রতিবেশি দেশ দুইটিতে এবারে ১৪টি দল অংশ গ্রহন করতে যাচ্ছে। বাংলানিউজের পাতায় এক নজরে দেখে নেওয়া যাক একাদশ আসরটি মাতাতে যাচ্ছে কোন কোন ক্রিকেট তারকারা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল খান, এনামুল হক বিজয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাব্বির আহমেদ রুম্মন, নাসির হোসেন, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদ্দুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম ও আরাফাত সানি।

পাকিস্তান দল: আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইউনুস খান, হারিস সোহেল, মিসবাহ উল হক, উমর আকমল, সোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, জুনাইদ খান, এহসান আদিল, সোহেল খান এবং ওয়াহাব রিয়াজ।

ভারত দল: মহেন্দ্র সিং ধোনি, শেখর ধাওয়ান, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকশার প্যাটেল, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদব।

শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথুজ, তিলকরত্মে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, দিমুথ করুরারাত্নে, জীভান মেন্ডিস, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা, ধাম্মিকা প্রসাদ, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ ও সাচিত্রা সেনানায়েকে।

আফগানিস্তান দল: মোহাম্মদ নবী, নওরোজ মঙ্গল, আসঘার স্তানিকজাই, সলিমুল্লা শেনওয়ারি, আফসার জাজাই, নাজিবুল্লাহ জারদান, নাসির জামাল, মিরওয়াইস আশরাফ, গুলবাদিন নবী, হামিদ হাসান, শাপুর জারদান, দৌলাত জারদান, আফতাব আলম, জাভেদ আহমাদি এবং উসমান গনি।

জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, তেন্দাই চাতারা, চামু চিভাভা, ক্রেইজ আরভিন, তাফাজ্জা কামুনগোজি, হ্যামিলটন মাসাকাদজা, স্টুয়ার্ট মাতসিকেনেরি, সলোমন মিরে, মুপারিওয়া, তিনাশে পানিয়াঙ্গারা, ব্রেন্ডন টেইলর, প্রোসপার উতসেয়া এবং শেন উইলিয়ামস।

ইংল্যান্ড দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জেমস আন্ডারসন, গ্যারি ব্লাংক, ইয়ান বেল, রবি বোপারা, স্টুয়ার্ট ব্রড, জোস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হাল, ক্রিস জর্ডান, জো রুট, জেমস টেইলর, জেমস ট্রেডওয়েল এবং ক্রিস ওকস।

অায়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ড্রু বালবিরনি, পিটার চেইজ, আলেক্স কুস্যাক, জর্জ ডকরেল, এড জয়সি, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জন মুনি, টিম মারটাগ, কেভিন ও'ব্রাইন, নিয়াল ও'ব্রাইন, পল স্টারলিং, স্টুয়ার্ট থম্পসন, গেরি উইলসন ও ক্রেইগ ইয়ং।

নিউজিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাকালাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, টম ল্যাথাম, মার্টিন গাপটিল, মিচেল ম্যাকক্লেনাঘ্যান, ন্যাথান ম্যাকালাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, ড্যানিয়েল ভেট্টোরি, কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি, লুক রঞ্চি ও রস টেইলর।

দ.আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কাইল অ্যাবোট, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ওয়েন পারনেল, অ্যারন পাহাঙ্গিসো, ভারনন ফিলেন্ডার, রিলে রোসো ও ডেল স্টেইন।

স্কটল্যান্ড দল: প্রেস্টন মমসেন (অধিনায়ক), কাইল কোয়েটজার, রিচি ব্যারিংটন, ফ্রেডেরিক কোলম্যান, ম্যাথিউ ক্রস (উইকেটরক্ষক), জশুয়া ডেভি, অ্যাল্যাসডার ইভান্স, হ্যামিশ গ্যার্ডিনার, মাজিদ হক, মাইকেল লেস্ক, ম্যাট ম্যাচান, ক্যালাম ম্যাক্লাওড, সাফিয়ান শরিফ, রবার্ট টেইলর, ইয়ান ওয়ার্ডল।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, সুলেমান বেন, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, শেলডন কর্তেল, ক্রিস গেইল, সুনিল নারাইন, দিনেশ রামদিন (উইকেটকিপার), কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, লেনডল সিমন্স, ডোয়াইন স্মিথ ও জেরম টেইলর।

অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি, প্যাট কামিন্স, জাভিয়ের দোহার্টি, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, ব্রাড হাডিন, জোস হ্যাজেলউড, মিচেল জনসন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন।

ইউএই দল: মোহাম্মদ তৌকির(অধিনায়ক), খুররাম খান, স্বপ্নীল পাতিল, সাকলাইন হায়দার, আমজাদ জাভেদ, শামীম আনোয়ার, আমজাদ আলী, নাসির আজিজ, রোহান মুস্তফা, মানজুলা গৌরজ, আন্দ্রে বেরেঙ্গার, ফাহাদ আল হাশমি, মুহাম্মদ নাভেদ, কামরান শাহজাদ ও ক্রিশনা কারাতে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।