ঢাকা: গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিলিপ হিউজের মর্মান্তিক মৃত্যুতে ক্রিকেট বিশ্বে শোক নেমে এসেছিল। সেই শোক কাটিয়ে উঠলেও পেস বোলাররা এখনও ভয়ংকর বাউন্স দিতে নিজেরাই ভীত হয়ে পড়ছেন বলে মনে করেন ইংল্যান্ড পেস বোলার জেমস অ্যান্ডারসন।
শন অ্যাবোটের একটি বাউন্স বল হিউজের হেলমেটে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়া হলে সেখানে দুইদিন কোমায় থেকে মারা যান। সে দুর্ঘটনার কথা এখনও ভুলতে পারেননি অ্যান্ডারসন।
ইংলিশ এ পেস বোলার হিউজের করুণ মৃত্যুর কথা মাথায় রেখে জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে আমিও বাউন্স বল করতে চাই। তবে, বল করার আগে অবশ্যই হিউজের কথা মাথায় রেখেই ডেলিভারি দিতে চাই।
তিনি আরো যোগ করেন, হিউজের ব্যাপারটি ছিল একটি দুর্ঘটনা। সেটি বোলারদের উপর খারাপ কোনো প্রভাব ফেলবে না। কারণ পেশাদারী ক্রিকেটারদের মাঝে বাজে প্রভাব পড়ার সম্ভাবনা খু্বই ক্ষীন।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৫