ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে নারী নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে নারী নিষিদ্ধ আনুশকা শর্মা

ঢাকা: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী অথবা বান্ধবী নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই)। এর ‍আগে বোর্ডটি দলের অন্য সফর গুলোতে এ ব্যাপারে অনুমতি দিয়েছিল।

তবে বিশ্বকাপের মত বড় আসর বলে তারা এ ব্যাপারটি নিষিদ্ধ করেছে।

বিসিসিআই’র এক মুখপাত্র বলেন, ‘ পূর্বে স্ত্রী ও বান্ধবীকে সঙ্গে নিয়ে সিরিজ চলা কালিন বোর্ডের অনুমতি ছিল। তবে এটি অনেক বড় একটি আসর। আর ক্রিকেটাররা যেন কোন ব্যাপারে বিভ্রান্ত হয়ে না পড়ে তাই এ ব্যবস্থা নেয়া হয়েছে। ’

এদিকে বোর্ড আরো জানিয়েছে, ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবী মাঠে বসে খেলা দেখতে পারবে, তবে ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে না।

সম্প্রতি ভারতীয় সহ-অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বান্ধবী বলিউড তারকা আনুশকা শর্মাকে অস্ট্রেলিয়া সফরে একসঙ্গে দেখা গেলে এ নিয়ে প্রচুর আলোচনা-সমালোচনা হয়।

ভারত ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।