ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাসপাতালে গেলেন পাকিস্তান ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
হাসপাতালে গেলেন পাকিস্তান ক্রিকেটাররা ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে উড়াল দেয়ার আগে পাকিস্তান ক্রিকেট দল তালেবানদের গুলিতে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে যারা আহত হয়েছিলেন তাদের দেখতে হাসপাতালে গেলেন।

গতবছরের ১৬ ডিসেম্বর তালেবানদের বর্বরোচিত হামলায় শিশুসহ প্রায় দেড়শো জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও বেশি। আর তাদের সাথে দেখা করে সমবেদনা জানালেন শহীদ আফ্রিদি, উমর আকমল, আহমেদ শেহজাদ, এহসান আদিল, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান আর মিসবাহ উল হকরা।

পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহ বলেন, এখানে আহত শিশুরা আমাদের কথা দিয়েছে তারা আমাদের খেলা দেখবে ও আমাদের সমর্থন করবে। সঙ্গে তারা এটিও বলেছে, আমাদের জয়ের জন্য তারা দোয়া করবে।

১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে উমর আকমলরা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ১৮ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।