ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চোট পেয়েছেন তাইজুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
চোট পেয়েছেন তাইজুল তাইজুল ইসলাম

ঢাকা: বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সোমবার অনুশীলনে চোট পেয়েছেন। সোমবার বিকেলে ব্যাটিং অনুশীলনের সময় বাম হাতে চোট পান তিনি।



তবে এই চোটকে বড় কিছু মনে করছেন না এই বাঁহাতি স্পিনার, ‘হাতে চোট পেয়েছি ঠিক, তবে মারাত্মক কিছু নয়, ঠান্ডা পড়ছে বলেই ব্যাথাটা বেশি মনে হচ্ছে’।

এ নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমি শুনেছি বিষয়টি। কিন্তু এখন আমি মিরপুরে নেই। তবে চিকিৎসক পাঠিয়েছি, আধ ঘণ্টা পর বিস্তারিত বলতে পারব। ’ পরে তিনি বাংলানিউজকে জানান, তাইজুলের বিষয়ে দুঃশ্চিন্তার আর কিছু নেই।

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে পঞ্চম ওয়ানডেতে অভিষেক হয় তাইজুলের। ক্যারিয়ারের প্রথম ম্যাচেই  হ্যাটট্রিক করে বাজিমাত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।