ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ফিল্ডিংয়ে বিশেষ মনোযোগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
টাইগারদের ফিল্ডিংয়ে বিশেষ মনোযোগ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সবধরণের পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে চান বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাতুরেসিংহে। তবে অনুশীলনের ষষ্ঠ দিনে ক্রিকেটারদের ফিল্ডিং অনুশীলনে বিশেষ মনোযোগ দিতে দেখা গেছে তাকে।



সোমবার ঢাকায় বেশ শীত পড়েছে, সঙ্গে মেঘলা আবহাওয়া, সবমিলিয়ে গরম কফির মগ নিয়ে বেলকনিতে চুপচাপ বসে থাকার জন্যে আদর্শ সময়। কিন্তু  বাংলাদেশ দলের ক্রিকেটারদের ভাবনার জগতে ডুবে থাকার কোন সুযোগ নেই।

এদিন দেখা গেল মুমিনুল, মাহমুদ্দল্লাহ, সাব্বিররা গ্লাভস হাতেই ফিল্ডিং প্র্যাকটিস করছেন। ফিটনেস ট্রেনিংয়ের সময়েও বোঝা গেল শৈত্য প্রবাহ বেশ ঝামেলায়  ফেলেছে মুশফিকদের।

সোমবার ক্রিকেটারদের সঙ্গে  নিয়ে বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন রিচার্ড হ্যালসাল। মাহমুদ্দলাহ, মুমিনুল, সাব্বির, নাসিরসহ অন্যান্য ক্রিকেটারদের নিয়ে মেশিনের সাহায্যে করালেন ফিল্ডিং প্র্যাকটিস।

বিকেল চারটা বাজতে না বাজতে  জ্বলে উঠলো মিরপুরের হোম অব ক্রিকেটের ফ্লাডলাইট। সে কৃত্রিম আলোতে অনুশীলন করলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

অস্ট্রেলিয়া থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ক্যাম্পে যোগ দেওয়া ওপেনার তামিম ইকবাল এদিন প্র্যাকটিসে ছিলেন না।   তবে এনিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই বলে জানালেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। অস্ট্রেলিয়ার চিকিৎসক ডেভিড ইয়াংয়ের পরামর্শে তিনটি ইনজেকশনের মধ্যে এরই মধ্যেই দুটি ইনজেকশন নিয়েছেন তামিম। সে কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘন্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।